মিশিগানের ট্রয় সিটির এমএসইউ ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টারের অডিটোরিয়ামে গত ২ নভেম্বর, রোববার অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট লেখক ও গবেষক শামীম সাহেদ সম্পাদিত ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।
চৌধুরী আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। ‘২১শে বইমেলা’-তে প্রকাশিত এই বইয়ের অডিও সংস্করণটি উপস্থাপন করেন সম্পাদক শামীম সাহেদ। তিনি তাঁর বক্তব্যে অতিথি ও উপস্থিত সুধীজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, ি“আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও ভালোবাসায় এই আয়োজন সফল ও অর্থবহ হয়ে উঠেছে।”
অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিত্ব ইউসুফ সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. দেবাশীষ মৃধা এবং ড. জাকিরুল হক টুকু।
সম্পাদক শামীম সাহেদ জানান, মুক্তিযুদ্ধকালীন সময়ের অজানা ও হৃদয়স্পর্শী স্মৃতিচারণভিত্তিক গল্পসমূহের এই অডিও সংস্করণ আগামী ডিসেম্বর মাসে ইউটিউবে উন্মুক্ত করা হবে, যাতে প্রবাসের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমদ ও ড. দেবাশীষ মৃধা-কে সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইকবাল ফয়েজ সপন, হায়দার খান, মনির জামান, ছাদেক আহমদ, জিয়াউর রহমান, আরিফ শাকুয়া, মারুফ আহমদ, মিজানুর রহমানসহ ট্রয় সিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্য করুন