মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু দিনব্যাপী বইমেলা’। আগামী ৮ ও ৯ নভেম্বর, শনি ও রবিবার, ওয়ারেনের টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে অনুষ্ঠিত হবে এ বর্ণাঢ্য আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলার পাশাপাশি থাকবে গণিত ও আঁকাআঁকির প্রতিযোগিতা, সাহিত্য আসর, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলার উদ্বোধন হবে শনিবার সকাল ১১টায়। একই দিন দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে গণিত অলিম্পিয়াড, যেখানে তৃতীয় শ্রেণি থেকে অস্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। দুপুর ২টায় শুরু হবে আর্ট প্রতিযোগিতা (৫ থেকে ১৫ বছর বয়সীদের জন্য), এবং বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পরদিন রবিবার দুপুর ১২টা থেকে শুরু হবে সাহিত্য আসর, বিকেল ৪টা থেকে কবি ও কবিতার আসর এবং সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলা উভয় দিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
মন্তব্য করুন