আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন। নির্বাচনী আমেজে এখন পুরো শহর সরগরম। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, মেয়র ও কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা হলেন মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাঈম চৌধুরী। নির্বাচনকে ঘিরে হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটিতে এখন উৎসাহ-উদ্দীপনার ঢেউ। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারা প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন। তারা প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, পাশাপাশি বাংলাদেশি প্রার্থীদের জয় নিশ্চিত করতে ভোটারদের উৎসাহিত করছেন।
কমিউনিটির অনেকেই মনে করেন, এবার হ্যামট্রামিক সিটিতে বাংলাদেশি নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা আরও বেড়ে গেছে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা তাদের সামাজিক অবস্থান ও নেতৃত্বের প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে হ্যামট্রামিকের বিভিন্ন এলাকায় চলছে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের পরিকল্পনা তুলে ধরছেন। আগামী ৪ নভেম্বরের ভোটে এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়, তা দেখার অপেক্ষায় এখন পুরো হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটি
মন্তব্য করুন