বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার উপদেষ্টা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ হাজী ওসমান গণি (মাস্টার)-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে বাংলা স্কুল অব মিশিগান এক মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএসএ-এর পরিচালক ও বিশিষ্ট সংগীতশিল্পী ওস্তাদ আকরাম হোসেনের নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিকে উষ্ণ শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানটি ছিল শিশুদের গান, কবিতা ও আলাপচারিতায় প্রাণবন্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং যমুনা টেলিভিশনের মিশিগান প্রতিনিধি ইকবাল ফেরদৌস। স্কুলের প্রধান নির্বাহী আকরাম হোসেন ও স্কুলের পরিচালক সাংবাদিক সফিক রহমান অতিথিদের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাইয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও আনন্দঘনভাবে সম্পন্ন হয়েছে।”
মন্তব্য করুন