জাতির প্রতি একগুচ্ছ অঙ্গীকারের কথা তুলে ধরেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে, জামায়াতে ইসলাম সবার আগে জাতির ভাঙা মেরুদণ্ড – অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সংস্কারে কাজ করবে।
ডাক্তার শফিকুর রহমান বলেন, ‘যে জাতির মেরুদণ্ড ঠিক নেই, সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই প্রথম কাজ হবে জাতির মেরুদণ্ড ঠিক করা, আর শিক্ষা হলো সেই মেরুদণ্ড।’ তিনি আরও বলেন, ‘দেশবাসী যদি আন্তরিকভাবে ভালোবাসে, তবে পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থার চেহারা পাল্টে দেওয়া সম্ভব।’ দুর্নীতিকে সমাজের ক্যান্সার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। অবাক হবেন শুনে, এখন মসজিদের ইমাম নিয়োগেও ঘুষ লাগে। এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি ঢোকে নাই। গোটা সমাজ পঁচে গেছে।’ তিনি ঘোষণা দেন, ‘আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, দুর্নীতির মূল কেটে ফেলব। কোনো আপস করব না, কারো দিকে তাকাব না।”
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি অব মিশিগানের আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কমিউনিটির বহুল পরিচিত ডাক্তার মোতাহার আহমেদের সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর সাবেক শুরা সদস্য মাওলানা সুহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র মুখপাত্র ডক্টর নকিবুর রহমান ও ডাক্তার খালেদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল ফাতহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল বাসিত । ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন আল ফালাহ মসজিদের খতিব ইমাম আব্দুল লতিফ আজম, পেশাজিবীদের পক্ষ্য থেকে বক্তব্য দেন এটর্নি রুহুল মুমেন, বাংলাদেশী আমেরিকান ফোরামের পক্ষ্য থেকে বক্তব্য দেন ফোরামের সভাপতি সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে মিশিগান প্রবাসী কুলাউড়া বাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুহিবুর চৌধুরী সুহেল, মুহিব হাসান, মোহাম্মদ রেজাউল করিম, ডাক্তার লুৎফুর রহমান, মোহাম্মদ মজির উদ্দিন ও সফিকুল ইসলাম রুবেল। অনুষ্ঠানটি মিশিগানের গেইট অব কলম্বাস হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামের নেতা-কর্মী, সমাজসেবক, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত পরিবেশে। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিচালনা করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মেশিনগানের শিল্পী বৃন্দ।
মন্তব্য করুন