যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে-মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ আমেরিকা বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
দিনব্যাপী খেলা শেষে রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পর্ব।
সম্প্রতি মিশিগান স্টেটের নোভাই শহরের স্পার্ক এরিনাতে দুই দেশের ১৮ টি দলের অংশগ্রহণ সম্পন্ন হয় এই টেবিল টেনিস টুর্নামেন্ট।
এতে বাংলাদেশি জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেরসহ কানাডার দুই সিটির প্রায় অর্ধশতাধিক প্লেয়ার অংশ নেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল গ্রুপভিত্তিক ভাবে খেলায় অংশ নেয়। এতে টি আর এক চ্যাম্পিয়ন হয় নিউইয়র্ক ওয়ারিয়ার্স। নিউইয়র্কের এই দলের পক্ষে খেলেন আখলাক, মুকাররম ও কবীর।
তাছাড়া টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন মিশিগান টাইগার্স ডেট্রয়েটের জয়, শাহেদ ও ইমরুল।
এদিকে টি আর টুতে চ্যাম্পিয়ন হয়েছেন টিম হামার ডেট্রয়েটের ফয়সাল, মোস্তফা ও আলমগীর। তাদের সাথে লড়াই করে রানার্সআপ হন পিং-পাঙ্কস টরন্টো’র নাইম, শমিক ও কাজী।
জাহেদ জিয়ার ‘দা জিএস গ্রুপ’, রাসেল আলীর বেঙ্গল ইনসিওরেন্স এজেন্সী এবং ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রী শেখর দত্তর দেশি বাজারের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের শেষ পর্বে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্ড আড্ডাতে বসে নিউইয়র্ক, মিশিগান, শিকাগো, অস্টিন এবং কানাডার টরেন্টো ও অটোয়া শহরের বাংলাদেশি টেবিল টেনিস খেলোয়ারড়দের মিলন মেলা।
সুস্বাদু খাবারের সাথে ডিনার আর স্থানীয় ব্যান্ড দল টেন এন্ড হাফ মাইলের পরিবেশনায় মুগ্ধ হন আগত অথিতিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় টুনার্মেন্টের সকল আনুষ্ঠানিকতা।
দিনব্যাপী এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আলাউদ্দিন, তমাল, মিসবাহ, ফরিদ চৌধুরী ও ফরহদা পুলক। এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শরিফ, সালাউদ্দিন আজিজ, ফরিদ, আলমগীর হোসাইন, ফয়সাল সাঈদ ও সনেট।
মন্তব্য করুন