সরাসরি ডেট্রয়েট-ইস্তাম্বুল ফ্লাইট চালু হচ্ছে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ২০২৩ সালের নভেম্বর মাসে।

এর ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করা আরও সহজ হয়ে যাচ্ছে। টার্কিশ এয়ারলাইন্স এই ফ্লাইট পরিচালনা করবে।

টার্কিশ এয়ারলাইন্স এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৫ নভেম্বর ২০২৩ সাল থেকে টার্কিশ এয়ারলাইন্স তুরস্কের ইস্তাম্বুল শহর এবং যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের মধ্যে ৩ থেকে ৪ বার সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।

ফ্লাইটগুলো প্রাথমিকভাবে সোমবার, বুধবার এবং শুক্রবার পরিচালিত হবে এবং ২০২৪ সালের প্রথম দিকে শনিবারে সার্ভিস যুক্ত করা হবে। প্রতিটি ফ্লাইট ৫,২৯৮ মাইল দূরত্ব কভার করবে।

তাছাড়া ফ্লাইটটি ১১ ঘন্টা ৫ মিনিট পশ্চিমমুখী এবং ১০ ঘন্টা পূর্বদিকে উড্ডয়ন করবে। টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল-ডেট্রয়েট রুটের জন্য বোয়িং ৭৮৭-৯ ব্যবহার করবে।

৩০০টি আসন বিশিষ্ট এই বিমানে রয়েছে ৩০টি বিজনেস ক্লাস সিট এবং ২৭০টি ইকোনমি ক্লাস সিট।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে টার্কিশ এয়ারলাইন্স এই রুটের পরিকল্পনা সম্পর্কে জানায়।


Posted

in

by