সেহরির সময় ড্রাম বাজিয়ে ঘুম ভাঙানো হয় যে শহরে
আল্লাহর নৈকট্য লাভ কারা যায় রোজার মাধ্যমে। রোজার সময় অনেক মুসল্লি সেহরি খাওয়ার সময় ঘুম ভাঙা নিয়ে সমস্যায় পড়েন। এজন্য বিভিন্ন দেশে সেহরির সময় মুসল্লিদের ডেকে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়।
সেহরির সময় তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসল্লিদের ডেকে তোলার জন্য ঐতিহাসিক এক রীতি অনুসরণ করা হয়। রমজান মাসের প্রতিদিন ভোরে তিন হাজার ৪০০ ড্রাম বাজিয়ে মুসল্লিদের সেহরি খাওয়ার জন্য ডাকেন। এ কাজে বিভিন্ন বয়সের লোকজন অংশ গ্রহণ করে থাকেন। ড্রাম বাজানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করা হয়। এবারও সেখানে এ কাজে অংশ নেবেন ৯৬৩ জন স্থানীয় প্রতিবেশী। ড্রাম বাজানোর সময় ঐতিহাসিক পোশাক পরিধান করা হয়। অটোমান সাম্রাজ্যের বাদশারা যে ধরনের পোশাক পরতেন ঠিক একই ধরনের পোশাক পরে ড্রাম বাজানো হয়।
অটোমান সাম্রাজ্যের সৌন্দর্য ফুটে তুলতেই এই আয়োজন করা হয় প্রতি বছর। এ কাজে ৯৬৩ জন বাদক প্রস্তুত রয়েছেন। শিশু এবং যুবকদের কাছে রমজানের সংস্কৃতি তুলে ধরতে এ আয়োজন করা হয় ।
সূত্র- ডেইলি সাবাহ