বিজ্ঞান ও প্রযুক্তি

গোলাপি হোয়াটসঅ্যাপ থেকে সাবধান !

হোয়াটসঅ্যাপ জালিয়াতি

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে পুরনো এক জালিয়াতি। সম্প্রতি অ্যাপ ডাউনলোড করার লিংকসহ একটি মেসেজ পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজারদের।

যদি বর্তমানে এমন কোনও লিংক আসে তাহলে অবিলম্বে সতর্ক হন। কারণ এই লিংকের আড়ালে রয়েছে ভয়ংকর ফাঁদ। ওই লিংকে যে অ্যাপটি ডাউনলোড করতে বলা হচ্ছে সেটি গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ।

এই লিংক পাঠিয়ে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে আরও বেশি ফিচার্স এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। এই সুবিধা নিতে চাইলে আজই ডাউনলোড করুন এই অ্যাপ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপ সম্পূর্ণ ভুয়া, গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করিয়ে ইউজারের ফোনে ভয়ংকর ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়ার পরিকল্পনা জালিয়াতদের।

ডিজিটাল যুগে মানুষের জীবনের অনেকটা অংশ কেটে যায় অনলাইন থেকেই। আর এই সময় সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি হোয়াটসঅ্যাপ। ভারতে কয়েক মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এই মেসেজিং অ্যাপের। এই বিপুল জনতাদের মধ্যে অনেক নিরীহ মানুষদের টার্গেট করেছে সাইবার জালিয়াতরা।

গোলাপি হোয়াসটঅ্যাপ কী কী ক্ষতি হতে পারে?
গোলাপি হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে ইউজারের ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই ভাইরাস ফোনে ঢুকে নানান অ্যাপ্লিকেশন যেমন ফটো গ্যালারি, সোশ্যাল মিডিয়া এবং ব্যাংকিং অ্যাপের তথ্য চুরি করতে পারে। এমনকি ফোনে আসা ওটিপি ও পাসওয়ার্ডের অ্যাক্সেসও নিতে পারে।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ফ্রড মেসেজ ছড়িয়ে পড়েছে। যেখানে প্ল্যাটফর্মের লোগো পরিবর্তন করা। ফিচার ও অন্যান্য সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই মেসেজে।

কীভাবে সতর্ক থাকবেন?
আপনিও যদি গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে থাকেন ফোনে তাহলে এক্ষুণি সেটি ফোন থেকে আন-ইনস্টল করুন এবং সেই অ্যাপের সমস্ত ডেটা ফোন থেকে মুছে ফেলুন।

অচেনা নম্বর থেকে যদি এই ধরণের কোনও লিংক বা মেসেজ আসে তাহলে সেগুলো এড়িয়ে চলুন। পাশাপাশি ভেরিফায়েড সোর্স যেমন গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

Back to top button