গত ২৪ নভেম্বর, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মিশিগানের ওয়ারেন শহরের ইটস রেস্তোরাঁয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে এক স্মৃতিচারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।পিকে চন্দ্রের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে আগত কনসাল জেনারেল নাজমুল হুদা। তার উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শাহ খালিশ মিনার, মোহাম্মদ আফতাব, মোস্তফা কামাল, ওলিউর রহমান এবং কাজী এবাদ। তারা ফেলে আসা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং এই মিলনমেলার মাধ্যমে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার আশা প্রকাশ করেন।প্রধান অতিথি নাজমুল হুদা তার বক্তব্যে বলেন, “আপনারা এখানে শিক্ষার প্রসার এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো প্রাণের প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণের স্মৃতি আজও আমাদের সমৃদ্ধ করে।” তিনি মিশিগানে একটি সহকারী কনসুলেট অফিস স্থাপনের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবুল কালাম আজাদের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোহাম্মদ হোসেন চৌধুরী, নুসরাত আরা ডলি, জিন্নাত বেগম, সামিয়া তাহসিন অপা, এবং কৌতুক পরিবেশন করেন জিয়াউল আলম চৌধুরী। কবিতা আবৃত্তি করেন রুনা কোরেশি, রেজাউল আলম করিম চৌধুরী এবং এজেড ওবায়েদুল্লাহ।
অনুষ্ঠানের শেষে অতিথিদের ডিনার পরিবেশন করা হয়। এ সময় মিশিগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন