বাংলাদেশ

ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে মৌলভীবাজারে যুবক খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা ও পোষ্ট দেওয়ার অভিযোগে দুর্বৃত্তের হামলায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় সোহান নামে একজনকে আ’টক করেছে পুলিশ।

৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মৌলভীবাজারে চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের নাম রেজাউল করিম নাঈম (২১)। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্র।

জানা গেছে, কলেজ ছাত্র নাঈমের বাবা মো: চেরাগ মিয়া (৫৩) একটি ভুয়া আইডি খুলে ফেসবুকে পোষ্ট দিয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে একই এলাকার নুরুল মিয়ার সাথে চেরাগ মিয়ার বাকবিতন্ডা হয়। তারই জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের ঘরে হামলা চালিয়ে চেরাগ মিয়াকে রক্তাক্ত করে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসে নাঈম। নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত নাঈমকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনিতি হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমের পিতা ডেকোরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়া জানান, আমি একজন ব্যবসায়ী। ফেসবুক সম্পর্কে আমার কিছু জানা নেই। আমার ছেলেও কোনো আইডি খোলেনি ও পোষ্ট দেওয়নি। অথচ দুর্বৃত্তরা ফেসবুকের ভুয়া আইডির অভিযোগ তুলে প্রথমে আমাকে এবং পরে আমার পরিবারের সদস্যদের মারধর করে। আমার কলেজ পুড়ুয়া ছেলে বাধা দিলে তারা তার উপর হামলা চালিয়ে তাকে খুন করে। আমি নির্মম এই হত্যাকাণ্ডের বিচার চাই। নাঈমকে হারিয়ে পরিবারে চলছে শোকর মাতম।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে।

Back to top button