বিনোদন
শাহরুখের জন্মদিনের পার্টিতে এসেছিলেন সালমানও
বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন ছিলো গত ২ নভেম্বর । আয়োজন করেছিলেন জন্মদিন অনুষ্ঠানের আর সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় সব সেলিব্রেটি। এমনকি ক্রিকেটার ধোনিও এসেছিলেন সেই অনুষ্ঠানে। দেখা মিলেছে বিগবস সালমান খানের । সামাজিক যোগাযেগ মাধ্যমে ভাসছে সেই ছবি।
অনেকেরই মনে প্রশ্ন ছিল শাহরুখের জন্মদিনে সালমান কেন নেই! কিন্তু মোটেও অনুপস্থিত ছিলেন না সালমান। এসেছিলেন আর তা প্রমাণ করেছেন ভারতের ক্যাপ্টেন কুল এমএস ধোনি থুরির ছবি। ক্রিকেটারের এই ছবি প্রথম আসে সামাজিক মাধ্যমে। আর সেই ছবিতে ধোনির ঠিক পেছনেই ছিলেন সালমান খান।
এছাড়ও শাহরুখের জন্মদিনে এসেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, রণবীর কাপুর, কিয়ারা আদবানি, মিকা সিং, কারিশমা কাপুরসহ আরও অনেকে। সূত্র: হিন্দুস্তান টাইমস