বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশগুলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভাবি না। এটা নিয়ে অত হইচইয়ের কোনো কারণ নেই।

তারা (যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল) তাদের বক্তব্য দিয়েছে। আমরা একে স্বাগত জানাই। অনেকেই অনেক ধরনের অপিনিয়ন দেয়। কিন্তু এগুলো আমরা গ্রহণ করব কি করব না, সেটা আমাদের বিষয়।

রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঁচটি সুপারিশ করেছে। এ বিষয়ে ড. মোমেন বলেন, তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই। বিভিন্ন দলের সঙ্গে আমরা সব সময় সংলাপ করে যাচ্ছি । আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারাও সংলাপ করুক, তারা যদি চায়। আমরা একটা স্বাধীন কমিশন তৈরি করেছি, যেটা তারা বলেছে। সুতরাং এটাতে আমাদের কোনো আপত্তি নেই।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের লোকেরা এসে সাক্ষাৎ করছেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য। সেই ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা বলেন। আপনাদের (সাংবাদিকদের উদ্দেশে) কাছে তা হট টপিক। বাংলাদেশের মিডিয়া তাদের পাত্তা দেয়। এজন্য তারা উপভোগ করেন। তিনি বলেন, আমেরিকায় কোনো নির্বাচন পর্যবেক্ষণ নেই। অথচ তাদের দেশের লোক বাংলাদেশে এসে যদি নির্বাচন পর্যবেক্ষণের কথা বলে, এটা দুঃখজনক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আসে, তারা অনুরোধ করে। আমরা তাদের কাছে যাই না। তারা আমাদের মিশনে এসে দেখা করেছে। আমরা তাদের হাউজে যাই না। তারা এসেছে আমাদের দপ্তরে।

মন্ত্রী বলেন, আমরা চাই সব লোক ভোট দিক, সব দল ভোটে অংশ নিক। এটা নতুন কিছু নয়। তারা একটা ফরমায়েশি দিয়েছে, ভালো। তবে মতামত, এটা খুব গুরত্বপূর্ণ বলে আমরা মনে করি না। আপনাদের (সাংবাদিকদের) এটা নিয়ে এত হৈচৈ করার কোনো প্রয়োজন নেই।

Back to top button