শিব মন্দির ‘টেম্পল অব জয়’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

শিব মন্দির ‘টেম্পল অব জয়’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

মিশিগানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় শিব মন্দির ‘টেম্পল অব জয়’ -এর ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গত ২৬ নভেম্বর ওয়ারেন সিটিতে মন্দির প্রাঙ্গণে শিব ‍মন্দিরের প্রতিষ্ঠাতা ডা. দেবাশীষ মৃধা ও তার পরিবার অনুষ্ঠানে পৌঁছালে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান ভক্তরা।

বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন ডা. দেবাশীষ মৃধা, চিনু মৃধা ও অমিতা মৃধা। এসময় ডা. দেবাশীষ মৃধাকে মন্দিরের প্রধান পুরোহিত পুর্নেন্দু চক্রবর্তী অপু এবং চিনু মৃধা ও অমৃতা মৃধাকে উত্তরীয় পরিয়ে দেন চন্দনা ব্যানার্জী।

বর্ষপূর্তির আলোচনা সভায় বক্তব্য দেন মন্দিরের প্রতিষ্ঠাতা ডা. দেবাশীষ মৃধা, কামরুজ্জামান হেলাল, রফিকুল হাসান চৌধুরী তুহিন, পুর্নেন্দু চক্রবর্তী অপু ও রতন হাওলাদার প্রমুখ।

মন্দির সংশ্লিষ্টরা জানান, মন্দিরটিকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সাড়ে তিন একর জায়গার উপর নির্মিত মন্দিরের সামনে সার্কুলার ড্রাইভে বসানো হবে ৭ ফুট উচ্চতার অপূর্ব সুন্দর মার্বেলের তৈরি শিব মূর্তি এবং সঙ্গে থাকবে দৃষ্টি নন্দন পানির ফোয়ারা।

আরও পড়ুনঃ হ্যামট্রামিকে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা