মিশিগানে ইউনিক ঈদ মেলা ১ এপ্রিল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির দেশি হলে ১ এবং ২ এপ্রিল ইউনিক ঈদ মেলা ২০২৩ অনুষ্ঠিত হবে।

এই মেলাতে দেশীয় পণ্য এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী ছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানি পণ্য থাকবে ।

আচল, পাপড়ি কালেকশন,বীনা’স আউটফিট, জি ফ্যাশন, রুমকি’স কালেকশন, স্টাইল কালেকশন, আয়াট’স কালেকশন, হেনা ভাইবস, এলিগ্যান্ট কালেকশন ইউএসএ, মালিহা’স ড্রিম বোটিক, ইউএস বাংলা ডিস্ট্রিবুটিয়ন, ফ্রেন্ডস ক্লোসেট, ক্লাসি ক্লোসেট, ডাজলিং আউটফিটস মিশিগান সহ ২৩টি স্টলগুলোতে স্থান পাবে শাড়ি, থ্রিপিস, ওড়না, ছেলেদের পাজ্ঞাবিসহ বাহারী সব অলঙ্কার।

তাছাড়া মেয়েদের সাজসজ্জার নানা ধরনের প্রসাধনীও পাওয়া যাবে ইউনিক ঈদ মেলাতে।

বিভিন্ন ডিজাইন আর ফ্যাশনেবল পোশাকের সমাহার থাকবে ইউনিকের এই মেলাতে।

নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতেই গতবছরের মতো এই বছর আবার মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান মেলার মূল উদ্যোক্তা ফারজানা চৌধুরী পাপড়ি।

ইউনিক ঈদ মেলা ২০২৩ এ স্পনসর করেছেন শেখর দেব জয়, কবির আহমেদ, নাদিম ইয়াসীর চৌধুরী, নাইম চৌধুরী, এম আফসার এবং বিপ্লব হোসেন।

তাছাড়া ডেকোরেশন স্পনসর করছে সাজাও ইভেন্ট ম্যানেজমেন্ট।

মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ভয়েস অব সিলেট, মিশিগান প্রতিদিন এবং বাংলা সংবাদ।

আরও পড়ুনঃ ক্রিকেট: মিশিগান ওপেন টি-টোয়েন্টি শুরু জুলাই ২৭


Posted

in

by