হ্যামট্রামিকে সিটি কাউন্সিল প্রার্থীদের নিয়ে ক্যান্ডিডেট ফোরাম অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগানে ৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামিক সিটি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে হ্যামট্রামিক সিটির কাউন্সিল প্রার্থী ও শহরে বাসিন্দাদের নিয়ে আয়োজন করা হয় ক্যান্ডিডেট ফোরাম। রোববার বিকেলে সিটির পাবলিক লাইব্রেরীতে আয়োজিত ক্যান্ডিডেট ফোরামে সিটি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান নাঈম লিওন চৌধুরী, লীন ব্লেসি, মুনতাসির সাদমান ও নাসির হোসাইন।
ফোরামে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থীরা ছোট্ট এই সিটিকে ঘিরে তাদের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে আগত ভোটাররা তাদের সিটিতে বিভিন্ন ধরণের সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে জানতে চান। প্রার্থীরা তুলে ধরেন নির্বাচিত হবার পর তাদের আগামীর পরিকল্পনা।
ক্যন্ডিটেড ফোরাম আয়োজক কমিটিতে ছিলেন, ওয়েনকাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, ইপিআই ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট ভিরা বার্ক, ইমাম শেখ ইয়াসির আগা, ব্যবসায়ী মোতাহার ফাদেল, ব্যবসায়ী আদল আল হারাবি, হ্যামট্রামিক চ্যানেল ১৯ এর গেগরি ক্রিচেনার।
এ সময় বাংলাদেশি সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন ।