সেন্ট্রাল ফ্লোরিডায় অন্যরকম বৈশাখ উদযাপন
২১ এপ্রিল ২০১৯, ১৬:০১
জুয়েল সাদত:
বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার উদ্যেগে গত ১৩ এপ্রিল সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলা নববর্ষ উদযাপিত হয় ওরলান্ডোর ড. জেমস রিক্রেয়েশন সেন্ট্রার মিলনায়তনে । বিকাল ৫ টা থেকে শুরু হবার কথা থাকলেও মুল অনুষ্টান শুরু হয় বিকাল সাড়ে পাচটায় । দুপুর থেকে নানান ষ্টল ও খাবারের দোকানে ভরপুর হয়ে যায় মেলা প্রাঙ্গন । ছিল নানান রকমারি দোকান । ইউনার ও ইউনুসের উপস্থাপনায় প্রথমে জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত দিয়ে মুল অনুষ্টান শুরু হয় । গান পরিবেশন করেন স্বরাজ, স্বপন অধিকারী, পল্লি ইসলাম, স্বপন, মিজান, ফারজানা, সান্টু । ছিল নবনি ও তার দলের পরিবেশনা , সেতু ও দলের পরিবেশনা । নৃত্য পরিবেশন করেন লিপি খান । ছিল ফ্যাশন শো । যেমন খুশি তেমন সাজে ২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে । কবিতা আবৃত্তি করেন ইউনা । রাত দশটায় রিজিয়া পারভিন সংগীত পরিবেশন করেন একাধারে সাড়ে এগারটা পর্যন্ত । শিশুদের সকলকে পুরষ্কৃত করেন শামিম মৃধা । যেমন খুশি তেমন সাজে সকল প্রতিযোগীদের ও পুরষ্কার প্রদান করেন কিবরিয়া ফরহাদ বাবলা,মোয়াজ্জেম ইকবাল ও ইকবাল হায়দার । বাচ্চাদের নানান পারফর্মমেন্স এর জন্য সকলকে পুরস্কার প্রদান করেন স্পন্সর শামীম মৃধা । বাচছাদের আরেকটি ইভেন্টের স্পন্সর করেন একাউনটেন্ড একতার সম্পাদক এ্হসান । রাফেল ড্র তে প্রথম পুরষ্কার ওরলান্ডো ঢাকা রিটার্ন টিকেট প্রদান করা হয় মিলেনিয়াম ট্রাভেলস এর সৌজন্যে । দ্বিতীয় পুরস্কার স্পন্সর করের ৫০ ইন্চি টিভি একাউনটেন্ট আমিন । তৃতীয় পুরষ্কার ল্যপটপ স্পন্সর করেন রিয়েলটর পাপ্পু । বিমান টিকেট জয়লাভ করেন মোবিন । শুভেচছা বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি সামসুদ তোহা , তিনি তার ব্ক্তব্য একটি সার্বজনিন ও সুষ্ট অনুষ্টান করতে পারায় সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান । তিনি একটি মান সম্পন্ন সাংস্কৃতিক অনুস্টানের জন্য ওরলান্ডোর সকল নতুন প্রজন্মের অংশগ্রহনকে একটি মাইল ফলক উল্লেখ করে আগামীতে অভিভাবকদের সোসাইটির সাথে থাকার জন্য অনুরোধ জানান ।

