‘সুড়ঙ্গো’ আসছে মিশিগানে
রায়হান রাফি পরিচালিত ও আফ্রান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ আসছে মিশিগানে। আগামী ১৯ ও ২০ আগস্ট মিশিগানে অবস্থিত MJR ট্রয় গ্র্যান্ড সিনেমায় ছবিটি প্রদর্শিত হবে।
Vier Events-এর আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে সুড়ঙ্গ শুরু হবে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় ।
আয়োজকরা জানিয়েছেন, মিশিগানে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশির কথা মাথায় রেখে তারা এই আয়োজন করেছেন। ব্লকবাস্টার রোমান্টিক থ্রিলার ছবি “সুড়ঙ্গ” দেখার জন্য টিকেট সংগ্রহ করতে নিচের লিংক দুটিতে যোগাযোগ করা যাবে।
https://facebook.com/events/s/surongo-detroit-screening-pres/839517761101477/
https://facebook.com/events/s/surongo-detroit-screening-pres/286649887292068/
ছবিটি মাত্র দুদিন কেন, এর চেয়ে বেশি সময় চালানো যায় না? এমন প্রশ্নের জবাবে Vier Events-এর সহকারী পরিচালক মোহাম্মদ বাংলা সংবাদকে জানান, আপাতত দুদিন একটি করে শো প্রদর্শিত হবে। দর্শকদের চাহিদার প্রতি আমাদের নজর থাকবে। যদি ব্যাপক চাহিদা লক্ষ করা যায় তবে সুড়ঙ্গ’কে আরো বেশি সময় মিশিগানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত প্রতিটি টিকেট ১২ ডলার। তবে শিশু ও বয়স্কোদের জন্য ২ ডলার ছাড়ে মাত্র ১০ ডলার করে নির্ধারণ করা হয়েছে।
মোহাম্মদ আরো বলেন, রায়হান রাফি আমাদের অত্যন্ত আস্থাভাজন পরিচালক। আফরান নিশো’র বিশাল ভক্তকূল রয়েছেন ইউরোপ-আমেরিকায়। ছবিটি নিয়ে আমাদের উচ্চ অভিলাষ আছে নিঃসন্দেহে। সুড়ঙ্গ প্রথম বাংলাদেশী ছবি যার বিজ্ঞাপন টাইম স্কোয়ারের বিলবোর্ডে দেখানো হয়েছিলো। যা নিয়ে সাড়া বিশ্বে বাংলাদেশি চলচ্চিত্রের জয়জয়কার।
উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমাটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন আলফা-আই এবং চরকি এবং এই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহিদ উজ্জামান সেলিম প্রমূখ।