যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগস্ট মাসের ৮ তারিখ।
বাঙালি অধ্যুষিত ওয়ারেন, হ্যামট্রামিক সিটি কাউন্সিলে লড়ছেন বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান। সময়ের হাত ধরে প্রতিনিয়ত মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বাড়ছে বাঙালির উপস্থিতি।
সেই প্রেক্ষাপটে নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো তুলে ধরা কিংবা অধিকার আদায়ে সোচ্চার হওয়ার প্রবণতাও বাড়ছে।
এবারের নির্বাচন বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আমাদের প্রত্যাশা বাঙালি কমিউনিটির লোকজন নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলবেন।
দ্বিধাবিভক্তি, হানাহানি, রেষারেষি, হিংসা-বিদ্বেষ এগিয়ে যাওয়ার পথে সহায়ক নয়।
সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করতে পারি সেক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলোতে থাকতে হবে নিজেদের লোকবল।
তাই যোগ্য-মেধাবী মানুষগুলোকে এগিয়ে দিতে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাই। আগামী নির্বাচনে সুযোগ এসেছে আমাদের প্রার্থীদের বিজয়ী করে ন্যায্য দাবিগুলো আদায়ের।
প্রমাণ রয়েছে বাঙালিরা ঐক্যবদ্ধ হলে বিজয় সুনিশ্চিত, তাই বিদেশভূমে দেশের রাজনীতিকে সকল কিছুতে টেনে না এনে, আমাদের বন্ধন আরও সুদৃঢ় করি। আমাদের যেতে হবে বহুদূর… ।
আমরা তো সেই জাতি “জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।”