সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ মার্কিন সৈন্য নিহত
পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচ সৈন্য নিহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে বিমানটি রিফুয়েলিং করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। সোমবার (১৩ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বিমান দুর্ঘটনায় নিহত সৈন্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন, তারা স্মারণীয় হয়ে থাকবেন বলে তিনি মন্তব্য করেন।
গত এক মাসেরও বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এ প্রশিক্ষণ চলছিল।
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী এয়ারক্রাফট মোতায়েন করে। এ ঘটনার পর সেগুলো সরিয়ে নেয়া হয়েছে।