যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বর্তমানে লাখো বাংলাদেশির বসবাস। একটি স্থায়ী কনস্যুলেট না থাকায় তাঁদের দূতাবাসের সেবা পেতে প্রতিনিয়ত ঝামেলা পোহাতে হয়। ওয়াশিংটন দূতাবাস সাময়িক সেবা দিলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে নানা ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের। তাদের দাবি, মিশিগানে একটি স্থায়ী কনস্যুলেট অফিসের। এ নিয়ে অনেক মানববন্ধন কিংবা বিভিন্ন ফোরামে কথা হয়েছে কিন্তু কার্যকরী কোন উদ্যোগ এখনও গৃহিত হয়নি যা খুবই হতাশার।
মিশিগান অঙ্গরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশিরা কনস্যুলেট সেবা নেওয়ার রাজধানী শহর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যেতে হয় যা সময় সাপেক্ষ বিষয় সেইসাথে কিছুটা আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হয়। সম্প্রতি মিশিগানে অস্থায়ী কনস্যুলেটে অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা খুবই নিন্দনীয়। এ নিয়ে পাল্টাপািল্ট বক্তব্য ও যুক্তি উপস্থাপন করেছেন অনেকে। আমরা এরূপ ঘটনার পুনরাবৃত্তি প্রত্যাশা করিনা এবং একই সাথে আশা করি খুব দ্রুত মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দিবে।
উন্নত জীবন যাপনের লক্ষ্যে প্রতিনিয়ত এই দেশে আসছেন বাংলাদেশিরা। অধিকাংশ বাংলাদেশির পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকায় এখানে নানান বিড়ম্বনায় পড়তে হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে যা খুবই বেদনাদায়ক। এই প্রেক্ষাপটে মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন এখন সময়ের দাবি।