রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়া বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে গেছে। ধূলিসাৎ হয়েছে লাখো মানুষের স্বপ্ন।
এমন দুর্বিসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও বিভিন্ন দাতব্য সংস্থা। তাদের সঙ্গী হলেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান।
এই সংগীত তারকা ও অভিনেতা পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনেছেন। এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ। এই টাকা যাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায়।
বুধবার দুপুরে বিদ্যানন্দের পেইজ থেকে জানানো হয় ,জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে। সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’
তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা জানাচ্ছেন তার ভক্ত ও নেটিজেনরা। দেশ ও মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি তারকাদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।