যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : নিহত ৭
দাবানলের ধোঁয়া ও ঘন কুয়াশার কারণে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন । মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার ভোরে এই দুর্ঘটনায় ঝলসে যাওয়া কার, ট্রাক এবং ট্রাক্টর-ট্রেলারগুলোর ধ্বংসাবশেষের দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের ভিডিওগুলো থেকে দেখা গেছে, ম্যানচাক নামক একটি এলাকার ব্যস্ত মহাসড়কে অনেকগুলো গাড়ি স্রেফ পিষ্ট হয়ে গেছে, কিছু গাড়ি অপর গাড়ির নিচে চাপা পড়েছে এবং কিছু গাড়ি আগুনে পুড়ে গেছে। আবার অনেক গাড়ি দুর্ঘটনাস্থলে আটকে পড়েছে।