যুক্তরাষ্ট্র সংবাদ
যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনকে ভূপাতিত করল হুথিরা
মার্কিন সামরিক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন কর্মকর্তা এবং ইরান-সমন্বিত হুথি বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে একটি এমকিউ ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। গত মাসে ইসরায়েলের দিকে ছোড়া হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে বাধা দেয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
উল্লেখ্য, ইসরায়েল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরি, মেরিন এবং সাহায্যকারী জাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করেছে। এ ছাড়া ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনাও মোতায়েন করেছে এই বিশ্ব পরাশক্তি।