মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির হল ব্রুক স্ট্রিটের মসজিদ আল ইহসান থেকে র্যালীটি শুরু হয়। র্যালীতে বাংলাদেশী-আমেরিকান, আফ্রিকান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েকশতাধিক মুসলিম নাগরীক শতস্ফোর্ত ভাবে অংশ নেন। এ সময় কালিমা খচিত সবুজ-সাদা রংয়ের পতাকা শুভা পায় সকলের হাতে। কণ্ঠে ধ্বনিত হয় দুরুদ ও সালাম। র্যালীটি হ্যামট্রামিক সিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মানুষ তা উপভোগ করেছেন।
অমুসলিম অনেকেই ইংরেজী অনুবাদকৃত কোরআন শরীফ চেয়ে নিয়েছেন বলে জানালেন আয়োজকরা। তারা জানান নবীর মহাব্বত প্রকাশের পাশাপাশি ইসলামের এক বিশাল দাওয়াত দেয়ার কাজ সম্পন্ন হলো এই র্যালীর মাধ্যমে । ইহসানের খাদিম ইমাম মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সুফিবাদের কয়েকটি মকবুল তরিকা একত্রিত হয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। যেমন মুহাম্মদিয়া তরিকা, বালিয়া তরিকা, সাজুলি, তিজানিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, মোজাদ্দাদিয়া, বেল কাইদিয়া, সাম্মানিয়া তরিকার অনুসারীরা এই র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে বক্তব্য রাখেন শেখ দাউদ ওয়ালীদ,হাফিজ ফরিদ উদ্দিন ও হাফিজ মাও. মো. ফকরুল ইসলাম।
হযরত মোহাম্মদ (সা.) -এর জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালী ও মাহফিল সফল ভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।