যুক্তরাষ্ট্র সংবাদ

যুক্তরাষ্ট্রে গুলি করে ২২ জনকে হত্যা, হামলাকারী শনাক্ত

যুক্তরাষ্ট্রের মেইনে অন্তত ২২ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত রবার্ট কার্ড নামের একজনের পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। এতে পুলিশের পক্ষ থেকে মেইনের লুইস্টন শহরের বাসিন্দাদের নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এর এক বার্তায় মেইন স্টেট পুলিশ বলেছে, ‘লুইস্টনে একজন বিপজ্জনক বন্দুকধারী আছে। আমরা সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা ঘরে থাকুন। দরজা বন্ধ রাখুন। এ মুহূর্তে বেশ কয়েকটি অবস্থানে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’

মেইন স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম রবার্ট আর.কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। তিনি মেরিন সেনা কর্মকর্তা ছিলেন; সম্প্রতি অবসর নিয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে রবার্ট কার্ড এর আগেও একবার গ্রেপ্তার হন বলে জানিয়েছে পুলিশ। রবার্ট কার্ড সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকলে বা পেয়ে থাকলে, অবশ্যই জানাতে অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানায়, রবার্ট আর.কার্ড মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক রোগের চিকিৎসার জন্য এর আগে দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। শ্রবণজনিত সমস্যাও আছে রবার্ট কার্ডের।

বন্দুকধারী রবার্ট কার্ডের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে পুলিশ। সেখানে কার্ডের হাতে একটি সেমি-অটোমেটিক রাইফেল ছিল। সেই পোস্টে পুলিশ বলেছে, হাতে রাইফেল থাকায় তাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে হবে। রবার্ট কার্ডকে খুঁজে বের করতে সর্বত্র চষে বেড়াচ্ছে শত শত পুলিশ এমনটাই জানালেন মেইনের জননিরাপত্তা কমিশনার মাইক সাউসুক।

উল্লেখ্য, স্থানীয় সময় গত বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদনকেন্দ্রে বন্দুক হাতে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে এক ব্যক্তি। এতে নিহত হন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Back to top button