যুক্তরাষ্ট্র সংবাদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নৌবাহিনীর প্রথম নারী প্রধান লিসা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন লিসা ফ্র্যানকেতি। তিনিই প্রথম নারী, যাকে জয়েন্ট চিফস অব নেভাল স্টাফ হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।
মার্কিন সিনেটে নৌ-বাহিনীর প্রধান করার সিদ্ধান্তে লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।
এর আগে গত জুলাই মাসে প্রেসিডেন্ট জো বাইডেন লিসাকে নৌ-বাহিনীর প্রধান করতে চেয়েছিলেন। কিন্তু তার ও সেনাবাহিনীর আরও বেশ কয়েকজনের পদোন্নতির বিষয়টি আটকে গিয়েছিল। তাছাড়াও রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিলের আপত্তির জন্যই এতদিন তা থেমে ছিল লিসা’র পদোন্নতি।
গত ৩৮ বছর ধরে লিসা দেশটির নৌ-বাহিনীতে কার্মরত আছেন। তিনি প্রায় সব পর্যায়ে কম্যান্ডারের দায়িত্ব পালন করেছেন। এছাড়ও দেশটির ইতিহাসে তিনিই দ্বিতীয় নারী যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল।