মিশিগান সংবাদ
চলমান

মুনা মিশিগান নর্থ চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগান নর্থ চ্যাপ্টারের আয়োজনে ১৭ জুলাই (রবিবার) স্টনি কৃক মেট্টো পার্কে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ইসলামী সংস্কৃতির আলোকে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যাপ্টারের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ জোন সেক্রেটারি হাবিবুর রহমান।

ঈদকে কেন্দ্র করে মিশিগানে বিভিন্ন সংগঠনের নানা রকমের আয়োজন থাকে।

মিশিগানের বাঙালি কমিউনিটির লোকজন ঈদের পূর্বে ও পরে এ সকল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মুনা মিশিগান নর্থ চ্যাপ্টারের এই প্রাণবন্ত আয়োজনে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির চার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

পুনর্মিলনীতে দুপুরের খাবারের পাশাপাশি বড়দের ভলিবল খেলা, বাচ্চাদের দৌড়, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল। সবশেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে আকর্ষণীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের সুস্থ বিনোদনের লক্ষ্যে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকলের অংশগ্রহণে এই আয়োজন বাঙালির মিলন মেলায় পরিণত হয়।

Back to top button