ক্রিকেটের পাশাপাশি রেস্টুরেন্ট, শেয়ার বাজার বা বিজ্ঞাপনের মডেল সব ক্ষেত্রেই পা রাখছেন বিশ্বসেরা সাকিব আল হাসান । এবার শর্ট ফিল্মের মধ্যে দিয়ে অভিনয় জগতেও অভিষেক হয়েছে সাকিবের । একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সেই চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। সাকিব নিজেই গতকাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন খবরটি।
আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং করেছিলেন সাকিব। শর্ট ফিল্মে আরো অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ আরও গুণী অভিনেতা।