মিশিগান মহানগর আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
মিশিগান মহানগর আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় হ্যামট্রামিকের নিউ মদিনা রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিশিগান মহানগর আওয়ামী লীগ’র সভাপতি আব্দুস শাকুর খান মাখন’র সভাপতিত্বে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সিলেট জজ কোর্ট’র এডিশনাল পিপি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুল ইসলাম বলেন, স্বাধীনতা লাভের পর অল্প সময়ের মধ্যেই স্বাধীন বাংলাদেশের পক্ষে বিশ্ব স্বীকৃতি আদায় করতে সক্ষম হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আদর্শ, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক দর্শনকে হৃদয়ে ধারণ করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে নিবেদিত তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যহাত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোহাম্মদ মুতালিব’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা হারুন আহমদ, নুরুল ইসলাম বাংগালী, আব্দুল হাসিব, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাচিত, তাহের লুৎফুর , আবু তাহের সিদ্দিক বাবুল, ইসলাম উদ্দিন, মিশিগান স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, মিশিগান মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, নজরুল ইসলাম জিতু, শামসুল হুদা পাশা, জাইক উদ্দিন, জুবায়ের আহমদ, আমিরুল ইসলাম খচ্চরু, আব্দুল বাচিত মধু, শাহ সেবুল, কাজল মিয়া মেম্বার, বকুল আহমদ, মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান চৌধুরী ইভান, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদক মিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, মিশিগান স্টেইট যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব,মো: লিমন শাহ, মঈনুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কাজী মামুন, যুগ্ম আহবায়ক এজে পাশা, রেজাউল হাসান, সম্পাদক ছাব্বির আহমদ, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃনাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদকঃমিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকঃহিমেল দাস, মিশিগান স্টেইট যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব,মো: লিমন শাহ, মঈনুল হক,মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল বাচিত মধু, সদস্য সচিব ফয়ছল আহমদ চৌধুরী রুবেল, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কাজী মামুন, যুগ্ম আহবায়ক এজে পাশা,রেজাউল হাসান, আরিফ জিসান, এমরান এইছ নাহিদ সহ নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা পরম শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদদের স্মরণ করেন। সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং তার ঐতিহাসিক অবদান তুলে ধরা হয়। পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সব শহিদ ও মুক্তিযুদ্ধের সব শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।