মিশিগান সংবাদ

মিশিগানে সম্পন্ন হলো ইতিহাসের সর্ববৃহৎ বাংলাদেশি-আমেরিকান মেলা

জেইন ফিল্ডে সূরের মূর্ছনায় দর্শক মাতালেন নগর বাউল জেমস

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্টয়েট শহরের বাংলা টাউনের জেইন ফিল্ডে তিন দিনব্যাপী ২২তম নর্থ আমেরিকা বাংলাদেশি ফেস্টিভ্যালের জমকালো আয়োজন সম্পন্ন হয়েছে। এই মেলার অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের রকস্টার নগর বাউল জেমস। সম্প্রতি অনুষ্ঠিত এই মেলার শেষদিনে প্রায় ২০ হাজার বাংলাদেশি ও আমেরিকান দর্শক-শ্রোতা আনন্দে মেতে ওঠেন নগর বাউল জেমসের গিটারের সুর ও গানে। রকস্টার জেমসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় শহরের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়।

এবারের ফেস্টিভ্যালের গোছানো আয়োজনে মিশিগানের আমেরিকা-বাংলাদেশি জনসাধারণের ব্যাপক উপস্থিতি সকলের দৃষ্টি কাড়ে। মিশিগানে জেমসের আগমন ঘিরে তার ভক্তদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেমসের উন্মুক্ত কনসার্টে মিশিগান ছাড়াও শিকাগো (ইলিনয়স), ওহাইও, নিউজার্সি ও কানাডা থেকে কয়েক শ’ বাংলাদেশি জড়ো হন প্রিয় শিল্পীর গান শুনতে। ‘কবিতা’ গান দিয়ে নগর বাউল জেমস শুরু করেন তাঁর পরিবেশনা। বাঙালির প্রিয় গামছা মাথায় বেঁধে গিটার হাতে দর্শকদের অনুরোধে একে একে গাইতে থাকেন তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো।
আয়োজনে আরও পারফর্ম করেন তারকা সংগীতশিল্পী রিজিয়া পারভিন, প্রবাসী শিল্পী পৃথা দেব, রিয়া রহমান, প্রেমা রহমানসহ অনেকে।

আয়োজন বিষয়ে প্রধান আয়োজক আকিকুল হক শামীম জানান, বাঙালিদের রয়েছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাঙালি সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্যের কারণে স্বমহিমায় উজ্জ্বল। আমাদের এই আয়োজনের মধ্যদিয়ে আমরা মিশিগানের বাঙালির নিকট সেই স্বকীয় বৈশিষ্ট্য তুলে ধরতে চেয়েছি এবং আমরা পুরোপুরি সফল বলে মনে করি।

মেলার আয়োজক খালেদ হোসাইন বলেন, বর্তমান সময়ে উদ্যোক্তারা, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, নিজস্ব সৃজনশীলতা দিয়ে পোশাকের ডিজাইন ও মানসম্মত পোশাক তৈরি করছেন। এসব পোশাক বাজারজাত করার জন্য মেলা একটি দারুণ উদ্যোগ। এই মেলার আয়োজনের মধ্যদিয়ে মিশিগানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।
মেলার অন্যতম আয়োজক সৈয়দ রায়হান বলেন, মানুষের উচ্ছ্বাস আমাদের আয়োজনকে সফল ও সার্থক করেছে। আমরা এমনটাই চেয়েছিলাম। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আগামীতে আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে চাই।

মেলার সমন্বয়ক এজাজুল ইসলাম নাঈম জানান, মিশিগানে এই আয়োজন ইতিহাস সৃষ্টি করেছে। একঝাঁক দেশী-বিদেশী শিল্পীদের পরিবেশনায় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলো মিশিগানবাসী। জনপ্রিয় রকস্টার জেমসের উপস্থিতি আয়োজনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর গানের তালে সবাই বাংলাদেশে চলে গিয়েছিল কিছু সময়ের জন্য। ফিরে গিয়েছিল যে যার অতীতে।

গ্র্যান্ড স্পন্সর নাসির সবুজ জানান, তিন দিনব্যাপী এ মেলায় নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মানুষের উৎসাহ দেখেই বোঝা যায় মেলাটি শতভাগ সফল। এমন আয়োজনের পৃষ্টপোষকতায় সম্পৃক্ত থাকতে পেরে ভালো লাগছে। আগামীতে এই মেলার আয়োজকরা আরও সুন্দর-নান্দনিক অনুষ্ঠান উপহার দিবে এমনটাই আশা করছি।

আয়োজনের মিডিয়া পার্টনার বাংলা সংবাদ পত্রিকা’র উপ সম্পাদক আবুল কাসেম জানান, মিশিগানে বাঙালি কমিউনিটির উৎকর্ষ ও অগ্রগতির সকল আয়োজনে আমরা সাথে আছি। ইতিহাস সৃষ্টিকারী নর্থ আমেরিকা বাংলাদেশি ফেস্টিভ্যালের সফল আয়োজনে আমরা মিডিয়া পার্টনার হিসেবে থাকতে পেরে আনন্দিত। এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।
জমজমাট এই মেলায় ছিল দেশীয় কাপড়ের দোকান ও খাবারের স্টল। এছাড়াও মনোমুগ্ধকর নানা আয়োজন।

Back to top button