মিশিগান সংবাদ

মিশিগানে শুরু হচ্ছে কমিউনিটি লার্নিং ফেস্টিভ্যাল

ওয়ার্ল্ড সেলিব্রেশন অব লাইফ শ্লোগানকে সামনে রেখে মিশিগানে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিটি লার্নিং ফেস্টিভ্যাল। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ‘জেইন ফিল্ডে আয়োজিত ফেস্টিভ্যালটি শুরু হবে আগামী (১৯ আগস্ট) শনিবার। চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গ্লোবাল ডেট্রয়েট-এর ব্যবস্থাপনায় ফেস্টিভ্যালে থাকবে বিনামূল্যে খাদ্য প্রদর্শনী, পারফরম্যান্স, কর্মশালা ও ফেস পেইন্টিংসহ নানা আয়োজন।

আয়োজকরা জানান, বিল্ডিং ব্রিজেস প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মানুষকে একত্রে করা এই ফেস্টিভ্যালের লক্ষ। ফেস্টিভ্যালে নানা আয়োজনের মধ্যে থাকবে শিশু-কিশোরদের খেলাধুলা, বয়স্কদের নিয়ে বিনোদনমূলক প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার।

এই ফেস্টিভ্যালে বাঙালী কমিউনিটি ছাড়াও বিভিন্ন কমিউনিটির প্রায় কয়েক শত মানুষ যুক্ত হবেন বলে আশা করছেন আয়োজকরা। তারা ফেস্টিভ্যালকে সফল ও স্বার্থক করতে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

Back to top button