মিশিগান সংবাদ

মিশিগানে মাওলিদুন্নাবী (স.) কনফারেন্স অনুষ্ঠিত

মিশিগান নর্থ ডিভিশনের উদ্যোগ মাওলিদুন্নাবী (স.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের উদ্যোগ গত রবিবার আল ইহসান ইসলামিক সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

হাফিজ হিফজুর রহমান ও সেলিম উদ্দীন এর যৌথ সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন দারুল হিকমাহ নিউইয়র্কের-প্রধান পৃষ্ঠপোষক হযরত মাওলানা প্রিন্সিপাল আনোয়ার আলী ছাহেব,আঞ্জুমানে আল ইসলাহ আমেরিকার স্থায়ী কমিটির সভাপতি হযরত মাওলানা শাইখুল হাদিস মুহাম্মদ মইনুদ্দিন ছাহেব,হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী লন্ডন, মিসবাহ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম,আল ইসলাহ মিশিগান স্টেট সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান।

আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহরিয়াদ মাজেদ’র পরিচালনায় আয়োজিত মাহফিলে বক্তারা বলেন মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে প্রিয় নবীজীর আগমনকে বুঝায়। আর ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজীর আগমনে খুশী উৎযাপন করাকে বুঝায়। সহজ ভাষায় বলা চলে মিলাদুন্নবী অর্থ নবী (সাঃ) এর জন্ম বা আগমন।

সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের, সভ্যতা ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। নবীজীর পবিত্র শুভাগমনে খুশী উৎযাপন করাটাই হচ্ছে ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

তারা আরো বলেন, কুরআন এবং হাদিস এর রেফারেন্স থেকে বুঝা যায় ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম এবং সাহাবায়ে কেরামের আমল।তাই সাহাবায়ে কেরামের সঙ্গে একমত পোষন করে ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাহফিল করা ঈমানদারদের জন্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন মোনাফিকদের খপ্পর থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন এবং আমাদের সকলকে তাদের দলভুক্ত করেন যারা ঈদে মীলাদুন্নবীর মর্যাদা দান করেন এবং এর মর্যাদা উপলব্ধি করেন। তিনি আমাদেরকে তাঁর হাবীব, নবীগণের নবী, রসূলগণের রসূল, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখাস্সুল খাস মুহিব্বীন ও অনুসারী বানিয়ে দিন।

Back to top button