মিশিগানে বাংলাদেশি মিউজিক ফেস্ট : গাইবেন তাহসান-মুজাসহ একঝাঁক তারকা
সংগীত পিপাসুদের তৃষ্ণা মেটাতে মিশিগানে আসছেন একঝাঁক তারকা। নাচে গানে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিকে মাতিয়ে রাখবেন তারা। অনুষ্ঠানকে ঘিরে মিশিগানের সর্বত্র এখন চলছে উৎসবের আমেজ।
বাংলাদেশি মিউজিক ফেস্ট -এর প্রধান আকর্ষণ গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। থাকবেন বাংলাদেশি-অ্যামেরিকান সংগীত তারকা মোজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য ও ব্ল্যাক। এছাড়া পারফর্ম করবেন তানভি, আরমান, দীবয়, হিমেল, মিশিগানের পপুলার ব্যান্ডদল ইক্কি গা এবং টেন এন্ড হাফ মাইলস-এর শিল্পীরা।
২০ অক্টোবর শুক্রবার ওয়ারেনের আড্ডা রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন বিয়ার ইভেন্টের কর্ণধার মোহাম্মদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ মিউজিক ফেস্ট নামে এই অনুষ্ঠানে তাহসানসহ অন্তত ১৫ জন সংঙ্গীত তারকা অংশ নিবেন।
মিশিগান বাংলাদেশ কমিউনিটি আয়োজনে অনুষ্ঠানটি আগামী শুক্রবাব (২৭ অক্টোবর) ওয়ারেন কমিউনিটি সেন্টার ৫৪৬০ আরডেন এ্যভিনুতে সন্ধ্যে সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। ৫০ হাজার ডলার বাজেটের অনুষ্ঠানটিতে প্রবেশ ফি ধরা হয়েছে ৫০ ডলার (সাধারণ) এবং ১০০ ডলার (ভিআইপি)।
আগ্রহীরা ওয়ারেন সিটির আড্ডা রেস্টেুরেন্ট, আল শাহী প্যালেস, তাসমিন ফ্যাশন এবং স্বপ্ন সুপার মার্কেট হ্যামট্রামিক সিটি থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন মঈনউদ্দিন, ফয়জুর, রসি মীর, রুম্মান আহমেদ স্বাগত, হোস্ট শারমিন তানিম, লুবনা রহমান, মুন্নি রহমান, কার্নিজ ফারিহা প্রমুখ ।
স্থানীয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের স্পন্সরে আয়োজিত অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন এস এন এস হোম লোনের কো ফাউন্ডার নাসির সবুজ।