মিশিগান সংবাদ

মিশিগানে প্রদর্শিত হলো ‘সুড়ঙ্গ’

মিশিগানের এম.জে.আর ট্রয় গ্র্যান্ড-এ প্রদর্শিত হলো রায়হান রাফি পরিচালিত ও আফ্রান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। বায়স্কোপ ফ্লিমস ও ভির ইভেন্টের আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে গত ১৯ ও ২০ আগস্ট প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় প্রদর্শিত হয় সুড়ঙ্গ।

ছবি দেখে অনেক দর্শক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন স্বামী-সন্তান বাসায় রেখে এসে মুভিটা দেখলাম। বেশ ভালো লেগেছে। আমার সময়টা নষ্ট হয়নি। কেউ বলেছেন, অনেকদিন পর বাংলা মুভি দেখলাম, চমৎকার ছবি, অনেক ভালো লেগেছে। ছবির পরিচালক রায়হান রাফি ও হিরো আফরান নিশো’র প্রশংসা করে ছবির সমৃদ্ধি কামনা করেছেন অনেকেই।

ভির ইভেন্টের সহকারী পরিচালক মোহাম্মদ বাংলা সংবাদকে জানান ব্লকবাস্টার রোমান্টিক থ্রিলার ছবি “সুড়ঙ্গ” দেখার জন্য প্রতিদিন দর্শকরা ভিড় করেন। অত্যান্ত সুশৃঙ্খলভাবে মিশিগানে “সুড়ঙ্গ”-এর দুদিনের প্রদর্শনী সমাপ্ত হয়।

মোহাম্মদ আরো বলেন, মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশির কথা মাথায় রেখে আমরা এই আয়োজন করেছিলাম। কেননা সুড়ঙ্গ প্রথম বাংলাদেশী ছবি যার বিজ্ঞাপন টাইম স্কোয়ারের বিলবোর্ডে দেখানো হয়েছিলো। যা নিয়ে সাড়া বিশ্বে বাংলাদেশি চলচ্চিত্রের জয়জয়কার। রায়হান রাফি আমাদের অত্যন্ত আস্থাভাজন পরিচালক। আফরান নিশো’র বিশাল ভক্তকূল রয়েছেন ইউরোপ-আমেরিকায়।

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমাটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন আলফা-আই এবং চরকি এবং এই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহিদ উজ্জামান সেলিম প্রমূখ।

Back to top button