মিশিগানে আলীনগর ইউপি চেয়ারম্যান সংবর্ধিত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু’র যুক্তরাষ্ট্রের মিশিগান আগমন উপলক্ষ্যে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
রবিবার (৫ নভেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মিশিগানে বসবাসরত ১নং আলীনগর ইউনিয়নবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংবর্ধিত অতিথি আহবাবুর রহমান খান শিশু।
শেখ জুনেদ’র পরিচালনায় ও স্যার শরিফুজ্জামান চৌধুরী সেলিমের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন, ডি এম হাই স্কুলের সাবেক পরিচালোনা কমিটির সদস্য শাহাজান চৌধুরী, মোস্তাক হোসেন চৌধুরী, জয়নাল মাস্টার, শাহীদ এনাম, ফখরুল জায়গীরদার, মেহেদী চৌধুরী প্রমুখ।
বক্তারা সংবর্ধিত অতিথি ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে মিশিগানে আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং অতীতের মতো ভবিষ্যতে গরিব, দু:খি, অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার আহবান জানান।
সংবর্ধিত অতিথি আহবাবুর রহমান খান শিশু তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ। বিশেষ করে মিশিগানে বসবাসরত ১নং আলীনগর ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকল প্রবাসী বাংলাদেশির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি দল-মত নির্বিশেষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাকে ভালোবাসা প্রদর্শনের জন্য। আমাকে নিয়ে এমন সুন্দর আয়োজন আমি বহুদিন মনে রাখবো।
সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ তাজুয়ার আবিয়াদ খান । এসময় সংবর্ধিত অতিথি আহবাবুর রহমান খান শিশুকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিশিষ্ট্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।