মিশিগানের ওয়ারেনে দু’দিনব্যাপী বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল শুরু ২২ জুলাই
আমেরিকার মিশিগানে অন্যতম বৃহৎ কালচারাল ইভেন্ট ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে আগামী ২২ জুলাই। দু’দিনব্যাপী এই লাইভ ওপেন কনর্সাটের আয়োজন করেছে মিশিগানস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বিএএম)।
কোভিডের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর মিশিগানের বাঙালী কমিউনিটিকে উচ্ছাস আর আনন্দে ভাসাতে ১৪তম ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’-এ থাকছে লাইভ মিউজিক, নজরুল ডকু ফিল্ম, কিডস অ্যাক্টিভিটি, ওয়াটার ফাউন্টেন, স্টোর, র্যাফেল ড্র, খাবার এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।
লাইভ ওপেন কনর্সাটে গান গাইবেন জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ আল মুকতাদির, বাংলাদেশী সংগীতশিল্পী, ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক ও সংগীতশিক্ষক পান্থ কানাই, প্রবাসী মিউজিশিয়ান মুজা, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া, হাসিব, আদনান, নাইক, তমাল, নাঈম এবং তাসফি।
সিটি স্কোয়ারে আয়োজিত এই উৎসব ২২ জুলাই শনিবার বিকাল ৫টা শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। একইভাবে পরদিন ২৩ জুলাই রোববার বিকাল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ১০টায়।
৭ থেকে ১০ হাজার দর্শক শ্রোতা এই ফেস্টিভল উপভোগ করবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ৩১৩.৭২১.৯৮৮৮ ও ৫৮৬.৬৯৬.৯৪৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও মেইল করা যাবে bamusa2010@gmail.com-এ।
এই ইভেন্টের মিডিয়া পার্টনার এটিএন নিউজ, বাংলা সংবাদ, শুভ প্রতিদিন, আইটিভি ও ইউএস বাংলা টেলিভিশন। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ‘ভিয়ার ইভেন্ট’।