খেলাধুলা

টেনিস: মিয়ামি ওপেনের শেষ-১৬ তে বিয়াঙ্কা আন্দ্রেস্কু

কানাডার টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু এখন আত্মবিশ্বাসে ভরপুর।

মিয়ামি ওপেনের শেষ-১৬ তে যায়গা করে নিয়েছেন তিনি।

২০১৯ সালে অল্প বয়সে ইউএস ওপেন জয়ের মাধ্যমে আন্দ্রেস্কু সারা বিশ্বে পরিচিতি লাভ করেন । কিন্তু তখন তার ক্যারিয়ার থমকে যায়। সাম্প্রতিক বছরগুলোতে তিনি খুব ভালো খেলছেন।

মিয়ামিতে ওপেনে আন্দ্রেস্কু এমা রাদুকানু এবং সোফিয়া কেনিনের সাথে ড্র করার পাশাপাশি সপ্তম খেলোয়াড় হিসেবে সেরা আটে প্রবেশ করেন।

তিনি কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে রাশিয়ান একেতেরিনা আলেকজান্দ্রোভাকে মোকাবেলা করবেন।

আন্দ্রেস্কু ধ্যান অনুশীলন করেন। তিনি আধ্যাত্মিকতা এবং মানসিক সুস্থতার বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরও পড়ুনঃ ক্রিকেট: মিশিগান ওপেন টি-টোয়েন্টি শুরু জুলাই ২৭

Back to top button