মার্কিন কংগ্রেসের ৫৬তম স্পিকার নির্বাচিত হয়েছেন জনসন
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান মাইক জনসন দেশটির ৫৬তম স্পিকার নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে কংগ্রেসে কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল।
স্থানীয় সময় বুধবার মাইক জনসন ২২০-২০৯ ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন। কংগ্রেসে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের ভোটেই স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। যদিও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জনসনের তেমন অভিজ্ঞতা নেই দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বলা হচ্ছে, ৫১ বছর বয়সী জনসন যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকে সবচেয়ে কম অভিজ্ঞ স্পিকার । ২০১৬ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেও ব্যর্থ ১২৬ কংগ্রেসম্যানের একজন তিনি।
উল্লেখ্য, বাইডেন সরকারকে অর্থায়ন করা নিয়ে নিজ দলের বিদ্রোহের মুখে ৩ অক্টোবর স্পিকারের পদ থেকে অপসারিত হন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি অপসারিত হওয়া প্রথম মার্কিন স্পিকার। এরপর তিন সপ্তাহের বেশি স্পিকার না থাকায় কংগ্রেসের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ ছিল।