ভার্জিনিয়া স্টেট সিনেটর হলেন বাংলাদেশি সাদ্দাম সেলিম
যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৩৭তম ডিস্ট্রিক্টের স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদ্দাম সেলিম। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনি মোট ৩৮ হাজার ৭২৭ ভোট (৬৮ শতাংশ) পেয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে নির্বাচিত হন সাদ্দাম সেলিম । তার নিকটতম প্রার্থী রিপাবলিকান দলের কিনেথ রিড পেয়েছেন ১৭ হাজার ৮৭৯ (৩২ শতাংশ) ভোট। সাদ্দাম হলেন প্রথম মুসলিম বাংলাদেশি আমেরিকান যিনি ভার্জিনিয়ার স্টেট জেনারেল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হলেন।
টাইসন, ওকটন, সিটি অব ফলস চার্চ, সিটি অব ফেয়ার ফ্যাক্স, ফেয়ার ফ্যাক্স ও ফলস চার্চের কিছু অংশ, ম্যারিফিল্ড ও গ্যালোস তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।
সাদ্দাম তাঁর নির্বাচনী প্রচারণায় অস্ত্র সহিংসতা প্রতিরোধ, সাশ্রয়ী মূল্যের আবাসন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষায় গুরুত্বারোপ করেন। তিনি আগামী জানুয়ারিতে রাজধানী রিচমন্ডের স্টেট অ্যাসেম্বলির প্রথম কার্য দিবসে অস্ত্র সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছেন।