খেলাধুলা

ভারত-বাংলাদেশের ম্যাচে টাইগার অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা

আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ, এর আগে কি পুরো ফিট সাকিবকে পাওয়া যাবে কিনা তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? সাকিবের পেশিতে চিড় ধরা পড়ায় এই শঙ্কা তৈরি হয়েছে।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেন, ‘ওর (সাকিব) পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’

টাইগার টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে, সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে। তবে ইনজুরির চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পায়নি বাংলাদেশ।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এমন হারের পর জানা যায় ম্যাচ শেষ না হতেই মাঠ ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় খানিক চোট পেয়েছিলেন সাকিব। সে সময় মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। ইনিংসের মাঝপথে ফিজিও থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটও করেছেন। সেই সঙ্গে বল হাতে ১০ ওভারও করেছেন তিনি।

Back to top button