বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান’র কমিটি গঠন
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান’র ২০২৩ – ২০২৫ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে ময়নুল হককে সভাপতি ও ক. ম. নজরুল ইসলাম অপুকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার (২১ অক্টোবর) বেলা ২টায় বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী ও সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোশাহিদ আলীর পরিচালনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যগণের ভোটে টানা তৃতীয় বারের মত ময়নুল হক সভাপতি এবং ক. ম. নজরুল ইসলাম অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতিঃ এন ইসলাম শামীম, লিটন এম জি শাহরিয়ার, আব্দুল কাদির (রানা), শেখ ঈসমাইল আলী (দরাজ), মো: ছালিক মিয়া।
সহ সাধারণ সম্পাদক: শাহ সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক: ছুরাব আলী, কোষাধ্যক্ষ: শামসুর রহমান, সহ কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ খান, ক্রীড়া সম্পাদক: শায়েস্তা মিয়া, ধর্ম সম্পাদক: মাওলানা আব্দুর রকিব, মহিলা বিষয়ক সম্পাদক : রত্না বেগম, সহ মহিলা সম্পাদক : লিপি বেগম।
এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মুজিব আহমদ মনির, সোহেল মিয়া, গৌরাঙ্গ দেব। পরিশেষে উপদেষ্টা সদস্য জনাব আজাদ হোসেনের দোয়ার মাধ্যমে সভায় সমাপ্তি হয়।