খেলাধুলা

বিশ্বকাপের নিয়ম বদলে যাচ্ছে,নতুন ঘোষণা ফিফার

আগামী ফুটবল বিশ্বকাপ ফুটবল ২০২৬ শে যুক্ত হচ্ছে নতুন নিয়ম। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিশ্বকাপের পরিধি আরও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার কাউন্সিলে এই সিদ্ধান্ত পাস করা হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

 

আগামী আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৪৮ দলের বর্ধিত কলেবর হলেও ৪ দলের গ্রুপ নিয়েই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ।

বর্তমান ফরম্যাটের মতোই প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। ১২টি গ্রুপে ৪৮টি দলকে ভাগ করা হবে। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রাউন্ড অব থার্টি-টু। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নির্ধারিত ১৬টি শহরে ২০২৬ বিশ্বকাপ হবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। এর সঙ্গে প্রতিটি গ্রুপে তৃতীয় দলগুলোর মধ্যে ৮টি দল রাউন্ড অব থার্টি-টুতে জায়গা পাবে। এরপর ৩২ দল নিয়ে হবে নক-আউট পর্ব, এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে।

Back to top button