খেলাধুলামিশিগান সংবাদ

বিয়ানীবাজার স্ট্রাইকার্স’র শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো বিডি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের

পর্দা নামলো বাংলাদেশি-আমেরিকান ক্রিকেটারদের অংশগ্রহণে বিডি কমিনিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের। ‘বিয়ানীবাজার স্ট্রাইকার্স’-এর শিরোপা জয়ের মধ্য দিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে গত ৪ জুলাই।

ফাইনালে ‘গোলাপগঞ্জ গানার্সকে’ ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ‘বিয়ানীবাজার স্ট্রাইকার্স’।

প্রথমে ব্যাট করতে নেমে গোলাপগঞ্জ গানার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে তৌকির খান ৩৯ বল খেলে সর্বোচ্চ ৫৫ রান করেন। জবাবে বিয়ানীবাজার স্ট্রাইকার্স ১ উইকেট হারিয়ে ১৬ দশমিক ১ ওভারেই ১৭২ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ওয়াহিদুর রহমান ৪০ বল খেলে ৭৮ রান এবং তৌহিদুল ইসলাম ৫২ বল খেলে ৭৭ রান করেন।

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন চ্যাম্পিয়ন দলের তৌহিদুল ইসলাম। সেরা ব্যাটার গোলাপগঞ্জ গানার্সের আলী সামাদ, সেরা বোলার পাওয়ার রেঞ্জার্সের এমডি আলী এবং সেরা ফিল্ডার হয়েছেন বিয়ানীবাজার স্ট্রাইকার্সের শাহান খান।

মিশিগানের ডেট্রয়েট সিটির লাস্কি রিক্রিয়েশন সেন্টারের ক্রিকেট মাঠে গত ৩০ জুন শুরু হয়েছিলো টুর্নামেন্টের ৭ম এই আসর। ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টটি হয়ে উঠেছে ক্রীড়ামোদির জন্য বিনোদনের এক অনন্য মাধ্যম। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ছিলো ডেট্রয়েট ওয়ারিয়র্স, পাওয়ার রেঞ্জার্স, এ বি হোম কেয়ার, সুলতানস অব সিলেট, বিয়ানীবাজার স্ট্রাইকার্স ও গোলাপগঞ্জ গানার্স ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রেসিডেন্ট তায়েফুর রহমান, কোড অব কন্ডাক্ট তানিম আহমেদ, ট্রেজারার রসি মীর, মোশারফ চৌধুরী লিটু ও ক্রীড়া সংগঠক সায়েল হুদা।

বিডি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আরিফুল হক, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল, তানভীর হায়দার, মুক্তার আলী ও সোহরাওয়ার্দী শুভ অংশগ্রহণ করেন।

Back to top button