যুক্তরাষ্ট্র সংবাদ
বাইডেন প্রশাসনের আরও ২.৫ মিলিয়ন মাঙ্কিপক্স টীকার অর্ডার
হোয়াইট হাউস শুক্রবার (১ জুলাই) ঘোষণা করেছে যে তারা কৌশলগত জাতীয় স্টকপাইলের জন্য আরও ২.৫ মিলিয়ন অতিরিক্ত মাঙ্কিপক্স টীকার ডোজের অর্ডার দিয়েছে।
টীকার চালান এই বছরের শেষের দিকে আসা শুরু হবে এবং ২০২৩ পর্যন্ত চলতে থাকবে।
যুক্তরাষ্ট্র এর আগে মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে ৫০০,০০০ টীকার ডোজ অর্ডার করেছিল।
উল্লেখ্য, বুধবার (২৯ জুন) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের ৩৫০ টি কেস রিপোর্ট করা হয়েছে।