বন্যা-২০২২
ডুবে মরে গ্যাছে যে শিশুটি, ও আমার নাতি!
পাতিলে ভেসে যাচ্ছে যে যমজ, ওরা আমার সন্তান!
একটা টাকা দিয়া যান, আমি গরীব ইনছান!
সুনামগঞ্জের সুনামের জন্য নেমেছি ভিক্ষায় দিয়ে যান, যার যা মন চায়!
ভেসে গ্যাছে যে বালিশ-কাঁথা, ওগুলো আমাদের!
ডুবে গ্যাছে আমাদের ঘর-বাড়ি, মটকার ধান!
একটা টাকা দিয়া যান, আমরা গরীব ইনছান!
মায়ের জন্য, মেয়ের জন্য নেমেছি ভিক্ষায় শরীক হয়ে যান, যার যেমন মন চায়!
পঁচে গন্ধ হয়েছে যে ডিমে, ওটা আমাদের মুরগীর!
চুলায় পানি, চোখে পানি, তবু কান্না হয়ে আসে গান!
একটা টাকা দিয়া যান, আমি গরীব ইনছান !
একমুঠো ভাত, একটা রুটি, এরই জন্য হন্নে হয়ে ছুটি!
পেট ফুলে ভেসে উঠেছে যে গাভীটি, ওটা আমাদের!
পুকুরের মাছগুলো কোথায় হারিয়েছে, নাই সন্ধান!
একটা টাকা দিয়া যান, হলাম গরীব ইনছান!
একটা রুটি, একমুঠো ভাত, এরই জন্য পেতেছি দুই হাত !
(আপনার প্রিয় পত্রিকা বাংলা সংবাদে লিখতে পারেন আপনিও। গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি; আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। -বি.স লেখা পাঠান : banglashangbad@gmail.com)