বন্ধু মহল অব বিয়ানীবাজার মিশিগান ইউএসএ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু এর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগমন উপলক্ষ্যে বন্ধু মহল অব বিয়ানীবাজার মিশিগান ইউএসএ এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা বদরুল আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের সঞ্চালনায় সোমবার ( ৬ নভেম্বর) স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাহতাবুর রহমান টিপু। এসময় প্রধান অতিথি আহবাবুর রহমান খান শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, জনাব আব্দুস শাকুর থান মাখন, মোহাম্মদ তাহের লুৎফুর, নুরুজ্জামান একলাস, আবু তাহের সিদ্দীক বাবুল, হারুন আলী, সেলিম আহমদ, সেবুল আহমদ, শেখ বদরুদ্দুজা জুনেদ, কায়সর আহমদ, মোস্তাক আহমদ, কবির আহমদ, খাজা আফজাল সহ প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া জামান, ওলিউর রহমান খোকন, আব্দুল মতিন, কবির আহমদ, বদরুল হক, ছদরুল হক একলাস, মোহাম্মদ মিটু, আব্দুল মতিন আরিফুল হক জিসান সহ আরো অনেকে।
প্রধান অতিথি আহবাবুর রহমান খান শিশু তার বক্তব্যে বলেন, এত সুন্দর একটা আয়োজনের জন্য আমি মিশিগানে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ। আমি মনে করি বন্ধু মহল অব বিয়ানীবাজার মিশিগান ইউএসএ এর এ আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে।
সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজারের কৃতি সন্তান আহবাবুর রহমান খান শিশুকে আমাদের মাঝে পেয়ে আমরা সকলেই আনন্দিত। তিনি বাংলাদেশে থাকলেও প্রবাসে আমরা তাকে সুখে দুঃখে সবসময় পাশে পাই। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।