প্রকাশ পেল ‘পুষ্পা টু’টিজার
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুস্পা ২০২১ সালে মুক্তি পাওয়া পর ব্যাপক সাড়া পেয়েছিল সিনেমাটি। আবারও ধামাকা নিয়ে আসছেন দক্ষিনের জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার টিজার। মূলত অভিনেতার জন্মদিন উপলক্ষেই এই টিজার প্রকাশ করা হয়েছে।
টিজারে দেখা যায়, রাতারাতি তিরুপতি এলাকা থেকে উধাও লাল চন্দনের মাফিয়া পুষ্পা। কেউ যখন বলছে পুলিশ গুম খুন করেছে তাকে, তখন অন্য একদল আবার বলছে পুলিশের হাতে খুন হওয়ার ভয়েই এলাকা ছাড়া হয়ে চীন, জাপান কিংবা মালয়েশিয়াতে ঘাঁটি গেড়েছে সে।
এমনকি সাংবাদিকরাও ঠিক করে বলতে পারছেন না কোথায় আছে পুষ্পা? কিন্তু আসলেই কোথায় গেল পুষ্পা? সেই আলোচনাই যখন সবার মুখে মুখে। তখন বন বিভাগের গোপন ক্যামেরা থেকে মিলল পুষ্পা-র সন্ধান!
যেখানে জঙ্গলের বাঘও তাকে দেখে ভয়ে দুই পা পিছিয়ে যায়। এমনই গল্পে ধরা পড়ল ‘পুষ্পা টু’র নতুন টিজার। টিজারে পুষ্পাকে দেখতে দর্শককে অপেক্ষা করতে হয়েছে পাক্কা পৌনে ৩ মিনিট।