পাঁচ পেরিয়ে ছয়; সত্য প্রকাশে নেইকো ভয়
বাংলা সংবাদ প্রকাশের পঞ্চম বর্ষপূর্তিতে আমাদের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলা ভাষা ছড়িয়ে দিতে, বাঙালি কমিউনিটির ইতিবাচক সংবাদ সকলের মধ্যে পৌঁছে দিতে, মেধাবীদের সংগ্রাম-সাফল্যের কথা তুলে ধরতে ‘বাংলা সংবাদ‘ এর এই পথচলা। সেই পথে পা বাড়িয়ে অনেকের কটুক্তি সহ্য করতে হচ্ছে, তবে সেইসব নেতিবাচক নীলনকশা উড়িয়ে দিয়ে নব উদ্যমে পথচলাতেই আমার আনন্দ। প্রতি প্রভাতে আমার দৃষ্টিপাত থাকে সৃষ্টি আর সৃজনে। তাই নেতিবাচক ব্যক্তিবর্গের সকল কর্মকাণ্ড ডাস্টবিনে ফেলে সমালোচকদেরকে যথাযথ সম্মানের স্থানে রাখি। চলার পথে প্রতিনিয়ত শেখার চেষ্টা করি।
পত্রিকার প্রাণ হচ্ছেন পাঠকেরা। বাংলা সংবাদ পত্রিকা মিশিগানে বসবাসকারী হাজার হাজার পাঠকের অন্তরে ঠাঁই নিয়েছে বস্তুনিষ্ঠ ইতিবাচক সংবাদ প্রকাশের মধ্যদিয়ে। আমাদেরকে অনেকেই ইন্ধন যোগান কমিউনিটির দ্বন্দ্ব-ফ্যাসাদ তুলে ধরতে। আমরা খুব সচেতনভাবে এইসব বিষয় এড়িয়ে চলি কারণ একটাই আমাদের বাঙালি কমিউনিটিকে আমরা কখনো হেয় করতে চাইনা, উচ্চ ও মর্যাদার আসনে দেখতে চাই। বাংলা সংবাদ তাঁর পাঠকদের অনুপ্রেরণার গল্প শোনায়।
কমিউনিটি স্টার, বিজনেস স্টার, ইয়াং স্টার, নারীশক্তি এইসব বিভাগে নিয়মিত আমাদের কমিউনিটির আলোকিত লোকজনের সাফল্যের কথা তুলে ধরা হয়। আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি এইসব বিভাগে প্রকাশিত প্রতিবেদনগুলো পড়ার মধ্যদিয়ে নতুন প্রজন্মের অনেকেরই জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
গঠনমূলক সমালোচনা সবসময়ই গ্রহণযোগ্য। ভয়ভীতি, বাধাবিঘ্ন যা-ই আসুক বাংলা সংবাদ সত্যের পক্ষে অবিচল থাকবে। সবাইকে আবারও পঞ্চম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা জানাই।