খেলাধুলা

নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

টানা চার ম্যাচ জেতার পর ভারতের কাছে হার মানতে হয় নিউজিল্যান্ডকে। তারপর থেকে হারের বৃত্তে কিউইরা, যা ভাঙতে পারলো না দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। তৃতীয় ম্যাচ তারা হারলো ১৯০ রানে।
রানরেট এমনিতেই ছিল বেশি। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেটা আরও বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। এতে করে তারা ভারতের সমান ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকায় সবার ওপরে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই দুই টপ অর্ডার হারায় তাসমান পারের দেশটি। শুরুর দিকে ব্যাটিং ব্যর্থতা পুরো ইনিংসে চলমান থাকে কিউইদের। ৬ উইকেট বিসর্জন দিয়ে দলীয় ১০০ রান সংগ্রহ করে লাথামের দল।

মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজের বোলিং তোপে ৩৬ তম ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট মহারাজ। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার। পয়ায়ার প্লেতে দেখেশুনে খেলতে থাকেন ডি কক ও বাভুমা। তবে ইনিংসের নবম ওভারে কিউইদের হয়ে প্রথম আঘাত হানেন পেসার ট্রেন্ট বোল্ট। ২৮ বলে ২৪ রান করে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন প্রোটিয়া অধিনায়ক।

দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন রাসি ফন ডার ডুসেন। এই ডানহাতি ব্যাটারকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন ডি কক। নিজেদের স্বভাবসুলভ ক্রিকেট খেলে কিউই বোলারদের উপর চড়াও হতে থাকেন এই দুই ব্যাটার। মিডেল ওভারে নিউজিল্যান্ড বোলাররা চেষ্টা করেও উইকেটের দেখা পাচ্ছিল না। দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ব্যাটারই তুলে নেন তাদের অর্ধশতক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ডি কক শতক হাঁকিয়ে নিজেকে আরো উপরে নিয়ে গেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে আউট হন ডি কক। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৬ বলে ১১৪ রান করেন এই ওপেনার।

অপরদিকে ডি কক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ডুসেন। এবারের বিশ্বকাপে নিজের প্রথম শতকও তুলে নেন এই ডানহাতি ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়েন রাসি। ৪৩ বলে ৭৮ রানের জুটি গড়েন তারা। ডুসেনের ১১৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসে বিশাল সংগ্রহের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষদিকে ডেভিড মিলার ৩০ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলে ৫৩ রানের ক্যামিও। ৭ বলে অপরাজিত ১৫ করেন হেনরিখ ক্লাসেন। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ৭৭ রানে নেন ২টি উইকেট।

Back to top button